sliderস্থানীয়

কবিরহাটে জনদুর্ভোগ সৃষ্টিকারী খাল কাটার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামে অপ্রয়োজনে ও জনদুর্ভোগ সৃষ্টিকারী খাল কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ রোববার সকালে উপেেজলার চিরিঙ্গা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, উপজেলার চিরিঙ্গার খালটি সি-৩ প্রজেক্টের মাধ্যমে ইতিপূর্বে এই খালটি একাধিকবার সংস্কার করা হয়েছে। কিন্তু চিরিঙ্গা খালের নোয়াখালী খালের অংশের বাঁধ সংস্কার করা হয়নি। যার কারণে বর্ষ এলেই আমাদের বাড়ি-ঘর, ফসলি জমি ও মৎস্য  খামার পানির নিচে তলিয়ে যায়।  বর্তমানে আবারো সরকারের বিএডিসি চিরিঙ্গা খালের মাথার বাঁধ না কেটে আবারো খালটি সংস্কারের উদ্যোগ নেয়। এতে আমাদের এই এই অঞ্চলের শত শত পরিবার দুর্ভোগের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই নোয়াখালী খালের শাখা চিরিঙ্গার খালের মাথার অংশের বাঁধ কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করার দাবি জানান স্থানীয়রা।

 

Related Articles

Leave a Reply

Back to top button