–বৃষ্টি(মেঘবালিকা)
ও মেয়ে
ও মেয়ে আনকোরা ও মেয়ে সেক্সি
ও মেয়ে জিন্স-টপ, রাতে পরে মেস্কি।
ও মেয়ে চাকরি করে রাত বিরেতে ঘরে ফেরে
ও মেয়ে ড্রিংক করে ছেলে বন্ধু সঙ্গে ঘোরে।
ওই মেয়ে তুই তো ভারি নষ্ট মেয়ে!
ও বাড়ির বউটিকে দেখ চেয়ে।
কেমন লক্ষ্মীমন্ত…. সারাদিন খেটে মরে,
শাশুড়ির গালি শোনে কথা তবু বলে না জোরে।
আবার মাতাল বরের মার খায় চোখ জলে টলটল
ওই মেয়ে তোর এত সাহস যাও শুধু সপিংমল।
ওই মেয়ে তুই তো বড্ড পাকা, চোখ রাঙিয়ে কথা বলিস
মুখের উপর তর্ক করে গায়ে গোতরে ঢং করিস।
মেয়ে মানেই তো নম্র ভদ্র ঘরের কোণে বন্দি
ঘরের কাজেই করতে হবে এটাই তাদের সন্ধি।
ও মেয়ে জেদি খামখেয়ালি উন্মাদ বাউন্ডুলে
ও মেয়ে আর নেই কো বাঁধা – সে এখন মুক্ত মায়ের আঁচলে।।
পান্ডুলিপি
চন্দ্র তাম্রের পান্ডুলিপি
রক্ত ক্ষত কাফন উয়ের ঢিবি,
তক্ত পোষে ইমানশান মজায়েক পাথর
তোমার কবরে পিরামিডের চাদর।
আগন্তুক অকালে শ্রাবণ –
আলগা স্রোতে ভাসল জীবন ।
ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পত্রখানি ।।