sliderস্থানীয়

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন

মো: লিটন উজ্জামান, ভেড়ামারা প্রতিনিধি : সোমবার ৮-মে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপি কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর সভাপতিত্বে উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিশোধের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক,জাসদ কেন্দ্রীয় কমিটি।

উপস্থিত ছিলেন আবু হেনা মোস্তফা কামাল মুকুল প্যানেল চেয়ারম্যান-১,জেলা পরিষদ, কুষ্টিয়া। বুলবুল হাসান পিপুল, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভেড়ামারা। ইন্দোনেশিয়া সিটু, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভেড়ামারা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শায়খুল ইসলাম বলেন, দেশের বর্ধিত জনগোষ্ঠী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কন্দাল ফসল এক গুরুত্বপূর্ণ শস্য। এটি আপদকালীন সবজি হিসেবেও সমাদৃত। যা অনাবাদি, অনুর্বর ও পতিত জমিতে চাষযোগ্য। এছাড়া পুষ্টিগুণ রয়েছে যথেষ্ট পরিমাণ। এসব বিষয়ের ওপর গুরুত্ব দিতে এর আবাদ সম্প্রসারিত হচ্ছে। ভালো ফলন এবং উচ্চমূল্যের কারণে কৃষকপর্যায়ে গ্রহণযোগ্যতা বাড়ছে বেশ। আয়োজনেঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভেড়ামারা, কুষ্টিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button