
সিপিআই নেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে পুরোনো রাষ্ট্রদ্রোহ মামলার বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কঠোর সমালোচনা করেছেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ।
কাশ্যপ নিজের টুইটারে লিখেছেন, ‘মি. অরবিন্দ কেজরিওয়াল জি, আপনাকে কী বলা উচিত, মেরুদণ্ডহীন বললেই ভালো বলা হবে। নিজেকে কত টাকায় বিক্রি করলেন?’
অনুরাগ কাশ্যপ বরাবরই বিজেপি সরকারের সমালোচনায় মুখর। দিল্লির জ্বলন্ত পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতা শাহকে ক্ষমা চাইতেও বলেছিলেন তিনি।
কানহাইয়া কুমার ২০১৬ সালের ফেব্রুয়ারিতে জেএনইউ ক্যাম্পাসে ‘দেশবিরোধী স্লোগান’ দেন বলে অভিযোগ বিজেপির।
এই ঘটনায় ২০১৯ সালের জানুয়ারিতে চার্জশিট দেয় পুলিশ। চার্জশিটে কানহাইয়া ছাড়াও অন্যদের মধ্যে জেএনইউ-র সাবেক শিক্ষার্থী উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যের নাম আছে। তাদের বিরুদ্ধে অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়া এবং দেশবিরোধী স্লোগানকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে।