sliderস্থানীয়

কটয়িাদীতে ট্যাব পয়েছেে আরও ৪২৬ শিক্ষার্থী

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটয়িাদীতে স্কুল ও মাদ্রাসার আরও ৪২৬ শিক্ষার্থী শিক্ষা সহায়তা হিসেবে ট্যাব পয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শিক্ষার্থীদের এসব ট্যাব দেওয়া হয়েছ। বুধবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে ২০টি প্রতষ্ঠিানে ট্যাব বিতরণ করা হয়। উপজেলা পরিসংখ্যান অফসি সুত্রে জানা যায় ১ম ধাপে ৩০ প্রতষ্ঠিানে ১৬৮টি ট্যাব এবং ২য় ধাপে ২০ প্রতষ্ঠিানে ৪২৬টি ট্যাব বতিরন করা হয়ছেে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরয়িার বনি মান্নানরে সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপজেলা পরিসংখ্যান তদন্তকারী দপিন্কর কুমার বশ্বিাস, বভিন্নি মাধ্যমকি স্কুল ওমাদ্রাসার প্রধানগন উপস্থিত ছিলেন ।

উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, আদমশুমারির কাজে ব্যবহৃত ট্যাবগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে স্কুল-মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। প্রথম ধাপে ১৬৮টি ট্যাব বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে আরও ৪২৬টি ট্যাব বিতরণ করা হয়েছ। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এসব ট্যাব বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরয়িার বনি মান্নান বলেন, প্রকৃত মেধাবীরা যাতে এসব উপহারের ট্যাব পায় সে দিকটি লক্ষ্য রাখা হয়। এসব ট্যাব ব্যবহারে তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীরা অনকে এগিয়ে যাবে বলে মনে করি।

Related Articles

Leave a Reply

Back to top button