রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে অগ্নি সন্ত্রাসী দল কর্তৃক বাংলাদেশে অবরোধ ঘোষণার বিরুদ্ধে ৬ নভেম্বর সোমবার উপজেলা সৈনিক লীগ কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশের আয়োজন করে । কিশোরগঞ্জ-দুই আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের নির্দেশে এই শান্তি সমাবেশে উপজেলা সৈনিক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও কৃষক লীগ সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা সংবিধানের ভিত্তিতে নির্বাচন করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানান। তারা আরো বলেন, সন্ত্রাসবিরোধী কার্যকলাপের অংশ হিসেবে নির্বাচন পর্যন্ত আমরা সম্মিলিতভাবে জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করব। বঙ্গবন্ধুর বাংলাদেশে আমরা কাউকে কোনরূপ সন্ত্রাসী কার্যকলাপ চালাতে দিব না। প্রয়োজন বোধে আমরা সমগ্র বাংলাদেশে অতন্দ্র প্রহরীর মত জাতীয় নির্বাচন পর্যন্ত পাহারা দিব, যাতে কেউ কোন রূপ সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে।