রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: ২৩ জানুয়ারি শনিবার দুপুরের পরে কিশোরগঞ্জের, কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের লেংটিয়া গ্রামের অটোচালক মোঃ নুরুল হুদার শিশু ছেলে মোঃ তাহসিন মিয়া (০৬)পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে ।
প্রত্যক্ষদর্শীর বিবরণী জানা যায়, শিশু তাহসিন মিয়া শনিবার দুপুরে পার্শ্ববর্তী বাড়িতে জলপাই গাছের নিচ থেকে জলপাই কুড়িয়ে আনতে যায়। জলপাই এনে বাড়ির পাশের ডুবাতে, লোক চক্ষুর অন্তরালে জলপাইগুলি পরিষ্কার করার জন্য পানিতে নিয়ে যায়। পরবর্তীতে শিশু তাহসিন আর ডুবা থেকে ফিরে আসেনি। এদিকে শিশুটির মা দুপুরে খাবারের জন্য শিশুটিকে ডাকাডাকি করতে থাকে এবং শিশুটিকে না পেয়ে বাড়িতে হা হুতাশ করে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। বিকেলের দিকে এলাকার মানুষ ডুবার দিকে যাওয়ার পথে ডুবার পানিতে একটি শিশুকে ভাসমান অবস্থায় দেখে। তখন লোকজন চিৎকার করতে থাকলে শিশুটির মা খবর পেয়ে ডুবার নিকট এসে তার শিশু ছেলেটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে এলাকার লোকজন শিশু ছেলেটির লাশ পানি থেকে তুলে আনলে এক হৃদয় বিদারক ঘটনার উদ্ভব হয়। ঐদিনই সন্ধ্যায় তার নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে শিশু ছেলেটিকে দাফন করা হয়। শিশু ছেলেটির অকাল মৃত্যুতে তার গ্রামে শোকের শোকের ছায়া নেমে আসে। উপস্থিত অত্র গ্রামের বাসিন্দা ও মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাদিউল ইসলাম শিশুটির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং মৃত শিশুটির পরিবারকে আর্থিক সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার সাথে যোগাযোগ করা হলে, তারা বলেন, এই ঘটনায় থানায় কোন মামলা হয় নি।