sliderস্থানীয়

কটিয়াদীতে জিদনী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি: গৃহকর্মী জিদনী আক্তারকে (১১) শারীরিকভাবে নির্যাতন করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এলাকাবাসী, চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকও অভিভাবকগণ ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কটিয়াদী-মানিকখালী সড়কের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সামনে গতকাল দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলা উদ্দিন সাবেরী, ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন, মুজিবুর রহমান টিপু, চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উল্লাহ, স্থানীয় ব্যক্তিদের মাঝে ইব্রাহিম, হানিফ শেখ, কলিম উদ্দিন, আনার মিয়া, মাহফুজ, অনিক, মোস্তাফিজ, টিটু, রুহুল আমিন, জুয়েল,মহিউদ্দিন খাঁ প্রমুখ। বক্তাগণ বলেন জিদনীকে পরিকল্পিতভাবে হত্যার আজ ১০-১২দিন হয়ে গেলেও এখনো কোন আসামি গ্রেফতার হয় নাই। আমরা অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তম‚লক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য যে, উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামের মো. শরিফ মিয়ার শিশু কন্যা জিদনীকে দুর সম্পর্কের আত্মীয় পাপিয়া আক্তারের মাধ্যমে ঢাকার লালবাগ এলাকায় বসবাসকারী ব্যবসায়ী নুরুজ্জামানের বাসায় গৃহকর্মীর কাজের জন্য দেয়া হয়। নুরুজ্জামানের স্ত্রী আছমা উল হুসনা ও তার সন্তানেরা জিদনীকে শারীরিক, মানসিক নির্যাতন করে হত্যার পর বোরকা প্যাচিয়ে গত ২২ আগস্ট গভীর রাতে জিদনীর বাবার বাড়িতে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় জিদনীর চাচা মাহফুজ মিয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে ঢাকা লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Back to top button