
রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ছোট ভাইকে কুপিয়ে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। এছাড়াও আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম বিপ্লব (৫০) কটিয়াদী উপজেলার চান্দপুর কোনাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ছোট ভাই মাসুদ উজ জামানের সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক আছে মর্মে সন্দেহের সৃষ্টি হয় আসামি নজরুল ইসলাম বিপ্লবের। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ২০১৮ সালের ২০ এপ্রিল বিকালে নিজ ঘরে স্ত্রী, সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মাসুদ উজ জামান। ঘুমন্ত অবস্থায় তার ঘরে প্রবেশ করে আসামি নজরুল ইসলাম বিপ্লব ধারালো দা দিয়ে মাথায় কোপাতে থাকেন। একপর্যায়ে খাট থেকে মেঝেতে পড়ে গেলে আবারও ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় মাসুদ উজ জামানের স্ত্রী নিপা বেগম তাকে রক্ষা করতে গেলে তার ওপরও হামলা করে। পরে নিপার ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে নজরুল ইসলাম বিপ্লব পালিয়ে যান।
ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মাসুদ উজ জামানকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার দুইদিন পরে (২২ এপ্রিল) নিহতের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে নজরুল ইসলাম বিপ্লবকে একমাত্র আসামি করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কটিয়াদীর বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. নূর ইসলাম মামলাটি তদন্ত করে চার মাসের মধ্যেই (২০১৮ সালের ৮ আগস্ট) অভিযোগপত্র দাখিল করেন।