রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : সম্প্রতি বিএনপি, জামায়াতের হরতাল, সন্ত্রাস,অগ্নিসংযোগ ও পুলিশ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) বিকালে কটিয়াদী উপজেলা আওয়ামিলীগ, পৌর আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কটিয়াদী বাসট্যান্ড চত্বরে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
কটিয়াদী উপজেলা আওয়ামিলীগের সদস্য রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রাখেন কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান,কটিয়াদী উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খান প্রমুখ সহ যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সম্প্রতি রাজধানীসহ দেশব্যাপী বিএনপি-জামাতের ব্যাপক সন্ত্রাস,অগ্নিসংযোগ, পুলিশ হত্যা ও হরতালের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।