রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি: সারাদেশ ব্যাপী বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস, হত্যা, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে কটিয়াদী বাজার রিকসার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র শওকত উসমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহম্মেদ পাভেল, উপজেলা যুবলীগের আহবায়ক শারফুল কাদের মনি, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক সরকার রাজু, সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, এনামুল হক বাবু প্রমুখ।