
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরে কটিয়াদী বাজার সংলগ্ন পশ্চিম পাড়ায় প্রাচীন জমিদার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। জানা যায় গতকাল বুধবার ১৭ জানুয়ারি গভীর রাতে চোরের দল গ্রিল কেটে জমিদারের বংশধর কটিয়াদী উপজেলার স্বনামধন্য ডাক্তার বর্তমান কানাডা প্রবাসী ডাক্তার চয়ন সাহা রায় এর বাড়িতে চোর ঢুকে ঘরের ভিতরে রক্ষিত ৭/৮টি স্টিলের আলমারি ভেঙ্গে তার ভিতর থেকে পূজায় ব্যবহারের একটি প্রাচীন রুপার ছাতা, তামা কাশার বিভিন্ন জিনিসপত্র ও বিভিন্ন মূল্যবান কাগজপত্র এবং নগদ ৫০ হাজার টাকা সহ প্রায় কয়েক লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
উল্লেখযোগ্য যে এ নিয়ে গত দুই মাসের মধ্যে এ বাড়িতে ৩বার চুরি সংঘটিত হয়েছে। বাড়িতে বর্তমানে পরিবারের সদস্যগণ এবং লন্ডন প্রবাসী ডাক্তার নিতাই প্রদ সাহারায় সহ সবাই নিরাপত্তা হীনতায় ভুগছেন। এ ব্যাপারে পরিবারের সদস্য অভিক সাহা রায় কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।