কটিয়াদী পৌর সদরে ফ্রি মেডিকেল ক্যাম্প

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের কামারকোনা গ্রামে আলম ভূইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে,ডক্টর চেম্বার এর বাড়িতে এলাকার লোকজনদের বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। ২৫শে সেপ্টেম্বর সোমবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফ্রিমেডিকেল ক্যাম্পে প্রায় কয়েক শত রোগী বিনামূল্যে চিকিৎসা পেয়েছে এবং দুস্থ ও গরিব রোগীদের এখানে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী -পাকুন্দিয়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য নূর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডাক্তার আব্দুল মুক্তাদির ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন জনগণের সেবা করা একটি মহৎ কাজ। আর এই কাজটি এখানে করছেন স্থানীয় আলম ভূঁইয়া ফাউন্ডেশন। এই ধরনের ভালো কাজে সব সময় পাশে থাকারও প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য। তিনি আরো প্রত্যাশা করেন প্রতিবছর যেন এর কার্যক্রম চালু থাকে এবং এর পরিধি যেন,সারা কটিয়াদী উপজেলা ছড়িয়ে পড়ে।
ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমে যে সমস্ত ডাক্তারগণ অংশগ্রহণ করেন তারা হলেন, ডাক্তার মৌটুসী রায, ড: মেহরাব হোসেন, ডাক্তার ইফতেখার আহমেদ ইফতি, ডাক্তার শামীম ভুইয়া প্রমুখ। অনুষ্ঠান টি পরিচালনা করেন, আলম ভূইয়া ফাউন্ডেশন ও ডক্টর চেম্বার এর প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার শামীম ভুঁইয়া।