slider

কটিয়াদী পৌর এলাকায় জলাবদ্ধতায় শত শত পরিবার পানিবন্দী

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পৌর সদরের কামারকোনা গ্রামে রাস্তা সংলগ্ন একটি জমিতে জলাবদ্ধতার কারণে পূর্ব ও পশ্চিম বাগরাইট গ্রামের প্রায় চার থেকে পাঁচশত পরিবার পানিবন্দি হয়ে এক সপ্তাহ যাবত মানবতার জীবন যাপন করছেন। উল্লেখযোগ্য যে প্রতিবছর কোন না কোন সময় বর্ষা ছাড়াও একটু বৃষ্টি হলেই উল্লেখিত এলাকায় বসবাসকারী পরিবারগুলো পানিবন্দী হয়ে পড়েন। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমাল এর কারণে কয়েক দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা অপ্রতুল থাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাছাড়া পৌরএলাকার এই গুরুত্বপূর্ণ মহল্লার রাস্তাটিতে বালু ও ইট ভর্তির ট্রাক্টর/যানবাহনে রাস্তাটির ব্যাপক ক্ষতি সাধন করেছে যা দেখার কেউ নেই। এলাকাবাসী পৌর প্রশাসনকে এ ব্যাপারে মৌখিকভাবে জানানোর পরও কোন প্রতিকার পাচ্ছে না। শুধু তাই নয় জলাবদ্ধ জায়গার মেইন রোডের উপর প্রভাবশালী ব্যক্তি কালভার্ট এর মুখ বন্ধ করে নতুন বিল্ডিং নির্মাণের কাজ করতে থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ব্যাপারে কামারকোনা মহল্লায় বসবাসকারী চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম গঙ্গা বলেন, “এই মহল্লায় প্রায় সময় একটু বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়”। তিনি আরো বলেন পৌর মেয়র একটু উদ্যোগ নিলেই জলাবদ্ধতার অবসান হবে। তাছাড়া সংশ্লিষ্ট কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু বলেন ওই এলাকায় ভুক্তভোগী কয়জন লোক ৪ জুন মঙ্গলবার জলাবদ্ধতা নিরসনের জন্য পৌর মেয়রের নিকট একটি আবেদন করলে মেয়র মহোদয় আমাকে দায়িত্ব দেন। আমি জরুরী ভিত্তিতে ৪টি প্লাস্টিক পাইপ নিজ দায়িত্বে ক্রয় করে জলাবদ্ধ এলাকায় পৌঁছে দিয়েছি। যা ৫ জুন বুধবার সেখানে বিল্ডিং নির্মাণে কর্মরত শ্রমিকরা তাদের নিজ দায়িত্বে জলাবদ্ধ জায়গায় ৪ পাইপ লাগিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button