
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রামের নাম চাঁড়িয়া। চাঁড়িয়া গ্রামের মাটি খুবই উর্বর বিধায় বহু বছর যাবত এখানকার কৃষকরা অনেক জায়গা জুড়ে বিভিন্ন জাতের ধানের বীজতলা করে আসছে। তাছাড়া এখানকার কৃষকরা প্রতিবছরেই নিজেদের চাহিদা মিটিয়ে আশেপাশের উপজেলা সহ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ও সিলেট অঞ্চলের কৃষকদের নিকট ধানের চারা বিক্রি করে থাকেন। পরিবেশ পরিস্থিতি ও মাটি বেশ উর্বর থাকায় এখানে ধানের বীজ তলা তৈরিতে কোন সমস্যা হয় না। সাধারণত কৃষকরা স্বল্প মূল্যে এখান থেকে ধানের চারা কিনতেপারে বিধায়, দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ধানের চারা ক্রয়ের জন্য এখানে আসেন। শুধু তাই নয় এখানে বীজতলা তৈরি করার জন্য জমি ও ভাড়া দেওয়া হয়। উল্লেখযোগ্য যে, এখানে সব ধরনের ধানের চারা পাওয়া যায় বিধায় চাষীদের মাঝে এ এলাকার ধানের চারার ব্যাপক চাহিদা রয়েছে।
স্থানীয় কৃষকদের সাথে আলাপে, তারা বলেন উপজেলা কৃষি অফিসের সহযোগিতা পেলে তাদের পক্ষে আরো ব্যাপকভাবে বীজ তলার পরিধি বাড়ানো সম্ভব হতো। যেহেতু এ এলাকার ধানের চারার ব্যাপক চাহিদা ও রয়েছে। তাছাড়া এখানকার বীজ তলার জমি বেশ উঁচু বিধায় বর্ষা কিংবা বন্যায় পানি উঠেনা তাই সহজেই ধানের বীজতলা তৈরি করা সম্ভব।