sliderস্থানীয়

কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের মহানুভবতা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে এইচএসসি পরীক্ষার্থীকে অসদুপায়ের সুযোগ না দেওয়ায়, হল পর্যবেক্ষকদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার একত্রিশে আগস্ট, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ কেন্দ্রে সকাল ১১ ঘটিকায় এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে। হত্যার হুমকি দাতা রাহুল কটিয়াদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের আদমপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে। এ ব্যাপারে ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা সুলতানা কটিয়াদী মডেল থানায় রাহুলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞানের দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। তখন পরীক্ষার্থী রাহুল তার পিছনের সিটে বসা অপর পরীক্ষার্থীর উত্তর পত্র দেখে লেখার সময় হল পর্যবেক্ষক তাকে সতর্ক করেন। কিন্তু রাহুল পর্যবেক্ষক এর সতর্ক অগ্রাহ্য করে, যার ফলে পর্যবেক্ষক রাহুলের প্রশ্নপত্র টি নিয়ে যায়। এতে রাহুল ক্ষিপ্ত হয়ে হল পর্যবেক্ষকদের সাথে অসদাচরণ করে এবং পরীক্ষা শেষে এই পর্যবেক্ষককে প্রাণনাশের হুমকি দেয়। সেই সময় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুর রহমান মনির, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরবর্তী সময়ে সমাজসেবা কর্মকর্তার পরামর্শে পুনরায় রাহুলকে প্রশ্ন পত্র দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। রাহুল উত্তরপত্র নিয়ে নিজ আসনে বসে পরীক্ষা কেন্দ্রের সচিবসহ সমস্ত শিক্ষকদের গালিগালাজ করতে থাকে। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহারিয়ার বিন মান্নান, কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান ও কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে রাহুলকে পরীক্ষা শেষ করার সুযোগ দিতে বলেন। সেই সময় সময় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা বিধানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। পরীক্ষা শেষ হওয়ার পর রাহুল তার মায়ের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রের সচিব ও পর্যবেক্ষক সবাইকে হত্যা করা হবে বলে চিৎকার করে বলতে থাকে এবং রাহুল নিজেও আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় রাহুলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করা হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান তার মহানুভবতা দেখিয়ে বলেন আমি এই সংবাদটি পেয়ে দ্রুত কেন্দ্র পরিদর্শন করি। সেই সময় রাহুল ভবনের ছাদে উঠে আত্মহত্যার চেষ্টা করে। তারপর তাকেভবনের ছাদ থেকে নামিয়ে এনে পরীক্ষা শেষ করার সুযোগ দিয়ে রাহুলকে তার মার কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে পরবর্তী পরীক্ষাতেও যদি রাহুল আজকের মত আচরণ করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, তাকে দেখে অসুস্থ মনে হয়, তার জরুরী চিকিৎসার প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Back to top button