sliderস্থানীয়

কটিয়াদীর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও গ্রামীণ মেলার উদ্বোধন।

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া বাজারে স্থানীয় বাজার বণিক সমিতির আয়োজনে এবং আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও গ্রামীণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২ (কটিয়াদী-পাকুন্দিয়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য নূর মোহাম্মদ। মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক, শান্তি সমাবেশ ও গ্রামীণ মেলার বিশেষ অতিথি গিয়াস উদ্দিন আহমেদ, হামিদুল হক দুলাল সভাপতি মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগ,নেয়ামত উল্লাহ খান সিনিয়র সহ-সভাপতি মসুয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ফজলুর রহমান সভাপতি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ, শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক মুগদিয়া বাজার বনিক সমিতি সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি, সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, অগ্নিসংযোগ সন্ত্রাস ও খুন জখম করে ক্ষমতায় আসা যাবেনা। জনগণকে ভাওতা দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা শান্তিপ্রিয় লোক, শান্তিপূর্ণ ভাবেই বসবাস করতে চাই তারপরেও যদি কোন দল বা গোষ্ঠী দেশে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায় তা জনগণ একতাবদ্ধ হয়ে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে লড়বো । ১৯৭১ সনে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫২/৫৩ বছরে সব দলই তো ক্ষমতায় ছিল। কিন্তু দেশের উন্নয়নে কোন দল কি করেছে তা আপনারা নিজেরাই বিবেচনা করুন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো আওয়ামী লীগের ক্ষমতায় আসা দরকার। শেখ হাসিনার উন্নয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পুনরায় আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য জনাব নুর মোহাম্মদ গ্রামীণ মেলার উদ্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button