
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় বশির উদ্দিন (২০)নামে এক বখাটে যুবককে ভ্রাম্যমান আদালত নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন । মঙ্গলবার ১২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার খান জাদা শাহরিয়ার বিন মান্নান এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত বশির উদ্দিন উপজেলার লোহা জুড়ী ইউনিয়নের ঝিরার পাড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
জানা যায় দীর্ঘদিন যাবত উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের ঝিরার পাড় গ্রামের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে সাজাপ্রাপ্ত বশির উদ্দিন প্রতিদিনই উত্ত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে ছাত্রীর মা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করলে, নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান উভয় পক্ষের প্রয়োজনীয় সাক্ষী প্রমাণ সহ নিজ কার্যালয়ে এনে তাদের প্রয়োজনীয় সাক্ষী প্রমাণ যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান বখাটে বশির উদ্দিনকে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার ৯মাসের কারাদণ্ড দেন।