sliderস্থানীয়

কটিয়াদীতে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপিত

রতন ঘোষ, কটিয়াদি প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে উপজেলা পরিষদও কটিয়াদী আওয়ামী লীগ পৃথক পৃথকভাবে রেলি আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের জন্মদিন বুধবার ১৮ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডি ঐতিহাসিক স্মৃতিবিজরিত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মম ভাবে তাকে হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে মোনাজাত, কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাক্তার মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম বাবু সহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে সকালে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে শেখ রাসেলের ছবিতে পুষ্পস্তবক অর্পণ ও রেলি শেষে উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাক্তার মুশতাকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী পৌরসভার মেয়র শউকত ওসমান, কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার মোঃ ইসরাইল। এ সময় অত্র এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button