
রতন ঘোষ, কটিয়াদি প্রতিনিধি : সারা দেশব্যাপী বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস, হত্যা, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নের চলতি পারা নতুন বাজারে ১০ই সেপ্টেম্বর রবিবার বিকাল ৫ ঘটিকায় আওয়ামী লীগের উদ্যোগে মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন আচমিতা ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর মোঃ আফিল উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী – পাকুন্দিয়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহাম্মদ, বোরহানউদ্দিন খান সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, আব্দুল মান্নান সভাপতি আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগ, মোহাম্মদ রফিকুল ইসলাম (মাস্টার) সদস্য উপজেলা আওয়ামী লীগ, মতিউর রহমান মতি চেয়ারম্যান আচমিতা ইউনিয়ন পরিষদ ও সভাপতি আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগ, জসীমউদ্দীন সাধারণ সম্পাদক আচমিতা আহমদ শরীফ এবং ইউনিয়ন আওয়ামী লীগ সহ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীর আলম সম্পাদক ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য জনাব নুর মোহাম্মদ বলেন সারাদেশে যে, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস শুরু হয়েছে এ ব্যাপারে জনগণকে খুব সতর্ক থাকতে হবে । দেশে আওয়ামী লীগের উন্নয়নে বিএনপি জামাত ভিত হয়ে জনগণের ভিতরে ভয়-ভীতি সৃষ্টি করার পাঁয়তারা শুরু করেছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। অন্য কোন দল ক্ষমতায় এসেও বাংলাদেশের কোথাও কোন উন্নয়নের ছোঁয়া লাগাতে পারিনি। আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়ে ভোটের মাধ্যমে জয়লাভ করে আমি ৫বছর ক্ষমতায় ছিলাম। এই পাঁচ বছরের আপনাদের চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে। আশা করি আবারও আপনাদের সহযোগিতায় আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এবং দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।