কটিয়াদীতে মার্চ ফর প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ মিছিল

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচির অংশ হিসেবে ৭ই এপ্রিল সোমবার বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন পেশার মানুষ। উক্ত বিক্ষোভ মিছিলটি কটিয়াদীর দরগা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে পৌরসদরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার রিপন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল্লাহ আল রোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান ওবাইদুর, উপজেলা মডেল মসজিদের খতিব মুক্তি এম এ কামাল উদ্দিন, মাওলানা তোফাজ্জল হক রাশিদি, মুফতি শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান বাবুসহ আরো অনেকে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও বিভিন্ন ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন, টপ ক্লিনিং ইন গাজা, ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, সহ নানা স্লোগান দেন। বক্তাগণ বলেন শিশু নারী ও নিরীহ মানুষদের উপর ইসরাইলি হামলায় মানবতার চরম বিপর্যয় ঘটেছে।অথচ বিশ্ব বিবেক আজ চুপ হয়ে আছে । বক্তাগণ ইসরাইলি হামলা বন্ধ করার জন্য জরুরী ভিত্তিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে এক যুগে হামলা মোকাবেলা করার জন্য আহ্বান জানান এবং গাজায় গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয় বিবৃতির প্রধানসহ ইসরাইলের সকল পণ্য বয়কট করারও আহ্বান জানানো হয়।