
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারাণা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি মামলায় এক নারী সহ পাঁচজন মাদক কারবারি ও মাদক সেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করেছেন।
১৪ অক্টোবর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী পৌর সদরের কামার কোনা মহল্লা ও উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের শেখের পাড়া গ্রামের মাদকের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌর সদরের কামারকোনা মহল্লার মোঃ ফারুক মিয়া (৩৯)ও মোঃ আবুল কালাম (২৫), উভয় পিতা মোঃ ফালু মিয়া, (৩) মোঃ রুস্তম আলী (৪৬)পিতা মৃত আব্দুল রাজ্জাক, (৪)মোসাম্মৎ ফাতেমা খাতুন (৫২)পিতা মৃত আব্দুস সোবান, এবং(৫) চাঁদপুর ইউনিয়নের শেখের পাড়া গ্রামের মোঃ রুবেল (৪৪)পিতা জয়নাল কে মাদকসহ আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোঃ ফারুক মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা জরিমানা, মোঃ আবুল কালামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়, মোঃ রুস্তম আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড, মোছা: ফাতেমা খাতুনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড, রুবেলকে সাত মাসের বিনাশ্রম কারা দন্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে সাজা পরোয়ানা মূলে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও স্থানীয় থানা পুলিশ।
কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে একজন নারী সহ পাঁচজন মাদক কারবারি ও মাদক সেবিকে আটক করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আর ও বলেন ভবিষ্যতে ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


