
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যের মাছ ধরার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত । ২৩ আগস্ট বুধবার কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের নেতৃত্বে করগাও হাওরে এক অভিযান পরিচালনা করে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা মূল্য মানের উল্লেখিত জাল জব্দ করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পুলিশ ও আনসার সদস্যেরাও সহযোগী ছিলেন।
উপজেলার করগাঁও হাওড়ে, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, বেরজাল ও কারেন্ট জাল দিয়ে একশ্রেণীর লোক বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরে। এসব জালে মাছের রেনু পোনা, ছোট ছোট বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ এবং বিভিন্ন জাতীয় জলজ প্রাণী ও উঠে আসে। এতে মাছের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যেও হুমকির মুখে পরে । যদিও মৎস্য কর্মকর্তা জানিয়েছেন দেশীয় মাছ সংরক্ষণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে উপজেলা মৎস্য বিভাগ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান বুধবার উপজেলা করগাও হাওরে অভিযান পরিচালনা করে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, ২টি বড় কোণা বেড়ের জাল ও ৩০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। । জব্দকৃত জালসমূহের বর্তমান বাজার মূল্য ৩ লক্ষ ৩০হাজার টাকা। পরে জব্দকৃত জাল গুলি করগাঁও ইটভাটা সংলগ্ন এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন ও দেশীয় প্রজাতির মাছ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।