sliderস্থানীয়

কটিয়াদীতে মহান বিজয় দিবস ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে “মহান বিজয় দিবস ২০১৪ পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ৭ ঘটিকায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। সকাল ৮ঃ০০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন এবং দিনব্যাপী বিজয় মেলা শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম। দুপুর ১২:০০ টায় কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসার মাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শিহাব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক, উপজেলা বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন খান ও সম্পাদক আরিফুর রহমান, কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইসরাইল মিয়া সহ আরো অনেকে।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক। এ উপলক্ষে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button