
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের হাওরে ও শিমুয়া নদীতে ভ্রাম্যমান আদালত সুতিবাঁধ অপসারণ ও ৩টি বেড়জাল,২৫টি কারেন্ট জাল এবং ৩৫টি ম্যাজিক জাল জব্দ করে পরে পুড়িয়ে ফেলা হয়েছে সেই সাথে দুইজনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । মাছের প্রজনন মৌসুমে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইনও উপস্থিত ছিলেন। এ সময় কটিয়াদী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন,”দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষার্থে কটিয়াদী উপজেলাব্যাপী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে”।