রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে বিভিন্ন এলাকায় ভিমরুলের কামড়ে নারী-পুরুষ সহ অন্তত ২০জন আহত হয়েছেন। ভিমরুলের কামরের আঘাতে ব্যথায় কাতর অনেক নারী-পুরুষ ও শিশু, চিকিৎসা নিতে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে আসেন। তাছাড়া অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। শনিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় হঠাৎ এক দমকা হাওয়া উপজেলার সর্বত্র। এলাকার বিভিন্ন গাছের ডালে ও বিভিন্ন গাছের ঝোপ জঙ্গলে থাকা ভিমরুলের বাসায় এর প্রভাব পড়ে এবং দেখা দেয় অস্থিরতা। যার ফলে হঠাৎ দমকা হাওয়ায় ভিমরুল, দিক-বিদিক জ্ঞান হারিয়ে শুরু করে তাণ্ডব এবং ক্ষিপ্ত হয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করেছে। অনেকে ব্যথায় কাতর হয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসা নিয়েছেন। উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামের হাবিবুর রহমান (৭০), শাহাবুদ্দিন(৫৭),রুবেল (২২),কটিয়াদী পৌর এলাকার বেথুইর গ্রামের রাফি (২০),কামারকোনা গ্রামের শাম্মী(৪),দড়ি চড়িয়াকোনা গ্রামের হোসাইন (৫),লোহাজুড়ি ইউনিয়নের রুমা আক্তার (৩৫),স্বর্ণা আক্তার (১৮),পান্না আক্তার (২২), রুনা (২৫)এবং পার্শ্ববর্তী মনোহরদি উপজেলার চারমান্দালিয়া গ্রামের দিলরুবা (৩৭) সহ আরো অনেকেই চিকিৎসা নিয়েছেন।এছাড়া অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন বলে জানা যায়,
আহত শাহাবুদ্দিন জানান জমি থেকে কাজ শেষ করে বড় বড় গাছ গাছালির নিচ দিয়ে বাড়িতে আসার মুহূর্তে হঠাৎ এক দমকা হাওয়া শুরু হয়। এবং সে সময় ভিমরুলের আক্রমণের শিকার হই। যার ফলে ভিমরুলের কামড়ের প্রচন্ড ব্যথায় চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক (সাকামো) খাদেমুল ইসলাম জানান ভিমরুলের কামড়ে আহত হয়ে অনেক রোগী চিকিৎসা নিতে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। তাদের সবাইকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তারা সবাই দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন ।