sliderস্থানীয়

কটিয়াদীতে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষার মান উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণের প্রয়োজনে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার ২৪ শে সেপ্টেম্বর কটিয়াদীতে বেসকারী স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের আয়োজনে কটিয়াদী উপজেলা পরিষদের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শিক্ষা কমিশন গঠন করার দাবিতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় ।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, বেথুইর রইচ মাহমুদ উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক, মোঃ ইউসুফ মিয়া, মসূয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, আবুল কাশেম,কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ফকির প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button