
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরি করা গরু বহনকারী ট্রাককে জনতার ধাওয়ায়, চালকের অদ্ভুত আচরণে পথচারী এবং বিভাটেক, রিকশাচালক ও যাত্রী সহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তাছাড়া একটি মাইক্রোবাস, কয়েকটি অটোরিক্সা ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ২৮ অক্টোবর মঙ্গলবার কটিয়াদী জেলা পরিষদ মার্কেট মোড়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন খোকন মিয়া (৪৯) আলম (৪৫) ও শফিকুল ইসলাম (২৬)কে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর মান্দালিয়া গ্রামে। অন্যান্যদের নাম পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাক চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে ট্রাকটি ভাঙচুর করে। চালক ও হেলপারের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে আশঙ্কা জনক অবস্থায় প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনুসন্ধানে জানা যায় তারা নিয়মিত চোরাই গরু পাচারের কাজ করতো। গতকাল মঙ্গলবার সকালেও চরমান্দারিয়া গ্রামে কয়েকটি চোরাই গরু নিয়ে আসলে এলাকাবাসী টের পেয়ে ট্রাকসহ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে এসে কটিয়াদীতে এই দুর্ঘটনা ঘটায়।
কটিয়াদী মডেল থানার ওসি মো:তরিকুল ইসলাম জানান, বেপরোয়া ট্রাকের ধাক্কায় কয়েকজন আহত হয় ও কয়েকটি অটো রিক্সা দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত হয়। উত্তেজিত জনতা ট্রাক চালক ও হেলপারকে গণপিটুনি দিলে তারাও আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ট্রাক চালক ও হেলপার কে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি,ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।




