কটিয়াদীতে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে আফজাল হোসেন (২২), নামে এক যুবক সাপের কামড়ে মৃত্যু বরন করেছে। ২৩শে সেপ্টেম্বর সোমবার সকালে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিন চরপুখিয়া গ্রামে এই ঘটনা ঘটে । পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আফজাল হোসেন (২২)কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুখিয়া গ্রামের মোঃ মিলন মিয়ার বড় ছেলে। ঘটনার সময় মোঃ আফজাল মিয়া স্থানীয় কাজির বাজারের টিউবয়েল থেকে পানি পান করার সময় তার অজান্তে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয় । তাৎক্ষণিকভাবে টের না পেলেও আস্তে আস্তে আফজালের শরীরে সাপের কামড়ের বিষক্রিয়া বাড়তে থাকলে, প্রথমে স্থানীয়ভাবে সাপের কবিরাজের মাধ্যমে জাঁরফুঁকের চিকিৎসা শুরু করলে এতে উন্নতি না হওয়ায়,দ্রুত ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় আজ বিকেলে মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃত আফজাল হোসেনের সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে জানান।