
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫, উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ত করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের আমির মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা ইন্সট্রাক্টর শাজাহান কবির প্রমুখ। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল ও কলেজের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী।




