sliderস্থানীয়

কটিয়াদীতে বাড়ির সীমানায় বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে খুন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সীমানায় প্রতিপক্ষের বৃষ্টির পানি পড়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনার বিবরণী জানা যায় ৯ অক্টোবর সোমবার বিকেলে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের আলগিরচর গ্রামে বৃষ্টির পানি এক সীমানা থেকে অপর সীমানায় গিয়ে পড়লে পাশাপাশি সীমানার প্রতিপক্ষ মোহাম্মদ আলী ও তার ভাই ফজলু, নেসার এবং রাজুর সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের প্রতিপক্ষআনন্দ বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোঃ আব্দুস সাত্তার কে নির্দয় ভাবে মারপিটের একপর্যায়ে আব্দুস সাত্তার মাটিতে লুটিয়ে পড়ে সাথে সাথে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আব্দুস সাত্তার এর লোকজন তাকে জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য কটিয়াদি স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখযোগ্য যে দীর্ঘদিন যাবত নিহত আব্দুস সাত্তার এর সঙ্গে তার প্রতিপক্ষ একই গ্রামের মোহাম্মদ আলী ও তার ভাই ফজলু মিয়া গংদের সাথে দীর্ঘদিন যাবৎ সীমানা নিয়ে বিরোধ চলছিল। নিহত আব্দুস সাত্তার বৈরাগীরচর গ্রামের মৃত আরশাদ উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে কটিয়াদি মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান।

Related Articles

Leave a Reply

Back to top button