sliderস্থানীয়

কটিয়াদীতে বাংলা নববর্ষ উদযাপন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: বাঙালির রয়েছে হাজার হাজার বছরের সংস্কৃতিক ও সম্প্রীতির ইতিহাস, আর বাঙালির এই হাজার বছরের সংস্কৃতিক ইতিহাসের অন্যতম উৎসব হলো পহেলা বৈশাখ। এ উপলক্ষে কটিয়াদীতে ১লা বৈশাখ রবিবার অত্যন্ত আনন্দমুখর পরিবেশে কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি কটিয়াদী পৌর সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামারা তাজবিহা,কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ, উপজেলা নির্বাচনি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার সহ স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ । তাছাড়াও কটিয়াদী উপজেলার বিভিন্ন সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠান পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করে।

Related Articles

Leave a Reply

Back to top button