sliderস্থানীয়

কটিয়াদীতে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : সংগ্রাম- স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা,এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্হ, অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৮ মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তারের সঞ্চালনায়, বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তামারা তাজবিহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুর রহমান মনির, ভেটেনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ডাক্তার জহুরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা নুরজাহান বেগম প্রমুখ।

বক্তারা বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি সংগ্রামের প্রেরণায়, শত প্রতিকূলতায় ও পাশে থেকে সাহস যুগানো প্রিয় সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফাজিলাতুন নেছা মুজিব আমাদের প্রেরণার।

Related Articles

Leave a Reply

Back to top button