sliderস্থানীয়

কটিয়াদীতে বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২২ শে আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় জালালপুরের আনন্দবাজার এ অনুষ্ঠিত শোক দিবস অনুষ্ঠানে সভাপতিত্ত করেন জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সরকার রাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদী-পাকুন্দিয়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য জনাব নুর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার চেয়ারম্যান ডাক্তার মুস্তাকুর রহমান । জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া লিটনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন খান এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

Related Articles

Leave a Reply

Back to top button