sliderস্থানিয়

কটিয়াদীতে প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : “সরিষার চাষ বাড়াবো, তেলের চাহিদা মিটাবো, সরিষা চাষে ভরবো দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে,কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রনোদনার আওতায় রবি মৌসুমে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় কমাতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ১৩০৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে গম, সূর্যমুখী,চিনা বাদাম,সরিষা শীতকালীন পেঁয়াজ, মুগ এবং মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

গতকাল রবিবার ২ নভেম্বর, কটিয়াদী প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভুইয়া, জানান ২০২৫ ২০২৬ অর্থবছরের রবি মৌসুমে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মুগ, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম শীতকালীন পেঁয়াজ মসুর ও সবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ১০৩৭৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

প্রধান অতিথি হিসেবে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম বলেন, সরকার রবি মৌসুমে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যায় কমাতে প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায়, বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছেন। সরকারের বিনামূল্যে বীজ ও সার দেয়ার একটাই উদ্দেশ্য, কৃষকরা যাতে উচ্চমানের ফসল উৎপাদন করতে পারেন।

বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত হোসেন সানি,কটিয়াদী পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম, জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া ব্লকের উপ- সহকারি কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, লোহাজারী ইউনিয়নের লোহাজুরী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইলিয়াস আলী সহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক ও কৃষাণী গন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button