কটিয়াদীতে পিকআপ ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১, আহত ৪

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ২৫ জুন মঙ্গলবার সকালে পিকআপ ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ড্রাইভার সহ ৪ জন আহত হলে জরুরী চিকিৎসার জন্য তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে মাইক্রোবাসের ড্রাইভার মোঃ রাকিবের (৩২) অবস্থা আশঙ্কা জনক থাকায় তাকে জরুরীভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে রাকিব মঙ্গলবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা করেন। রাকিব কিশোরগঞ্জ সদর উপজেলার মহানন্দা ইউনিয়নের আজহাটি এলাকার মোঃ ইদ্রিস মিয়ার ছেলে। রাকিবের এই অকাল মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার পিতামাতা ছেলের মৃত্যু সংবাদ পেয়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান কটিয়াদী উপজেলার অচমিতা ইউনিয়নের মধ্যপাড়া নামক স্থানে পিকআপ মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক সহ কয়েকজন আহত হন। তাদের মধ্যে মাইক্রোবাসের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ঐদিনই গভীর রাত্রে মাইক্রোবাস চালক মোঃ শাকিব চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।