রতন ঘোষ, কটিয়াদি প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করি” এই প্রতিপাদ্যে ১৫ মার্চ শুক্রবার পালিত হল বিশ্বভোক্তা অধিকার দিবস। এ উপলক্ষে প্রশাসনের আয়োজনে র্যালি ও পরিশেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তামারা তাজবিহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুরজাহানবেগম, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজের সহকারী অধ্যাপক দীপা বর্মন সহ অনেকেই। সবাই ভোক্তা অধিকার নিশ্চিতে সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয় ।