
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে মোঃ আরাফাত (৪)নামের এক শিশু পানিতে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি ঘটেছে ২৩ জুন রবিবার বিকেলে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকি পাড়া গ্রামের নিজ বাড়ি সংলগ্ন পুকুরে।
শিশু আরাফাত ধনকিপাড়া গ্রামের মোঃ রানা মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় রবিবার বিকেলে আরাফাত বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তার মা আরাফাত কে উঠানে দেখতে না পেয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি করতে থাকে। অবশেষে কোথাও না পেয়ে প্রায় একঘন্টা পর পার্শ্ববর্তী পুকুরে শিশু আরাফাতের লাশ ভেসে উঠতে দেখে। তখন এলাকার লোকজন আরাফাতের লাশ পানি থেকে তুলে আনে।
এ ব্যাপারে মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাবেরি জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আমার প্রতিনিধি পাঠিয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।