sliderস্থানীয়

কটিয়াদীতে পরীক্ষার হলে মোবাইল এইচ এস সি পরীক্ষার্থী বহিষ্কৃত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে এইচএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে মোবাইল ফোন রাখার দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে । বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর উপজেলার ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ কেন্দ্রে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনাটি ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী মোঃ ফয়সাল কটিয়াদী সরকারি কলেজের শিক্ষার্থী। সে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের আলগিরচর গ্রামের মোঃ মুকুল মিয়ার ছেলে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান,বহিষ্কৃত পরীক্ষার্থী মোঃ ফয়সালের নিকট পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন পাওয়া যায়। সেই সময় উপজেলার সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহার এর নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button