রতন ঘোষ, কটিয়াদীর প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল রাখতে কটিয়াদী উপজেলা প্রশাসনও সেনাবাহিনীর যৌথভাবে কটিয়াদী বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। চলমান বাজার মূল্য অস্থিরতায় তরকারি সহ সকল পন্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ২০ আগস্ট মঙ্গলবার কটিয়াদী পৌর সদর বাজারের, কাঁচামাল মহাল, মাছ বাজার, চাউল বাজার, বিভিন্ন মোদী মনোহারী দোকান ও বেকারি মনিটরিং করেন।
উক্ত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ নাইমুর রহমান এ সময় তারা সমস্ত ব্যবসায়ীদের সাথে বাজার মূল্য নিয়ে আলোচনা করেন এবং দ্রব্যমূল্য যাতে সহনশীল থাকে সেজন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, বাজার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সহনশীল রাখতে আমাদের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।