sliderস্থানীয়

কটিয়াদীতে দরিদ্র ও এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধান উপদেষ্টার ত্রান ভান্ডার থেকে শীতার্ত,দরিদ্র ও এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ১৫ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি হাই স্কুল মাঠে চারশতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ মাঈদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার ঈসা খান, কটিয়াদীর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আলম, কটিয়াদী বাজার বণিক সমিতির আব্বায়ক ইলিয়াস আলী, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন প্রমুখ।

কম্বল বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম জানান, প্রধান উপদেষ্টার ত্রান ভান্ডার থেকেএ পর্যন্ত অত্র উপজেলায় প্রতিটি ইউনিয়নে তিন ধাপে ২৬০ টি করে কম্বল বিতরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button