slider
কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতামূলক সভা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:কিশোরগঞ্জ জেলার কটিয়াদি পৌরসভার ১নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এক সচেতনতামূলক সভা ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় কটিয়াদী পৌরসভার কার্যালয়ের ১নং ওয়ার্ড কাউন্সিলরও আহবায়ক আরিফুল হাসান উজ্জলের সভাপতিত্তে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা দিদারুল মতিন, সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহমদ, হিসাব রক্ষক মোঃ জসিম উদ্দিন প্রমুখ। সবাই কটিয়াদি পৌরসভার কামারকোনা, ভুগ পারা অংশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা ও দূষিত পানি থেকে মশা মাছি কর্তৃক ছড়ানো ডেঙ্গু ও করুণার প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। মানুষ ডেঙ্গু ও করোনা আক্রান্ত থেকে রক্ষার জন্য নিজ নিজ বাড়ি ঘর, অফিস আদালত, বাসা বাড়ি ও তার আশপাশ এলাকা নিজ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদাত্ত আহ্বান জানানো হয়।