sliderস্থানীয়

কটিয়াদীতে ট্রাক-অটো রিক্সার সংঘর্ষে নিহত ১, আহত ৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদীতে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। ২৭ মঙ্গলবার রাত্রে কিশোরগঞ্জ- ভৈরব মহাসড়কে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়ার গ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায় ভৈরব-কিশোরগঞ্জ সড়কে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম এলাকায় গতকাল রাত্রেএকটি অটোরিকশা পার্শ্ববর্তী উপজেলা বাজিতপুরের বাগপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সায় থাকা যাত্রীদের মধ্যে একজন নিহত ও পাঁচজন আহত হয়। দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন আহতদের জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন ১। জোসনা আক্তার (৬০),২। মিল্লাত(১৮),৩। ফজলু মিয়া (৬২),৪। মিম (২৫),৫। আলপনা (১৯).৬। হোসেন (৩০),আহতরা সবাই পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার বাগপাড়া এলাকার বাসিন্দা। নিহত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি ।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার এসআই মোজাম্মেল বলেন, অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত একজন ও কয়েকজন আহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি, তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button