রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালি বাজার থেকে টিসিবির চাউল ও সয়াবিন তেল সহ ইমন নামে ১ জনকে গ্রেপ্তার করেছে কটিয়াদি মডেল থানার পুলিশ।
ঘটনার বিবরনে জানা যায় সোমবার রাত্রে চান্দপুর সদর ইউনিয়নে কটিয়াদী উপজেলার সেনা ক্যাম্পে গোপন সূত্রের খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ও উপজেলা খাদ্য কর্মকর্তা রোবায়দুল্লাহ রানাসহ যৌথ নেতৃত্বে একদল পুলিশ চান্দপুর ইউনিয়নের মানিক খালি বাজারের ইমন নামে এক ব্যক্তির গোডাউন থেকে টিসিবির ৩০ কেজি ওজনের ৩৬ বস্তা চাউল ও দুই লিটার ওজনের ২৯৭ বোতল সয়াবিন তেল ও টিসিবির দুইশত খালি বস্তা সহ হিমনকে আটক করে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত হিমন জানান টিসিবির সেবা গ্রহীতাদের নিকট থেকে এ সমস্ত বস্তা ক্রয় করেছেন। কটিয়াদী মডেল থানা ইনচার্জ তরিকুল ইসলাম জানান ধারণা হচ্ছে এসব পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই মজুদ করা হয়েছিল। এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে কটিয়াদীর মডেল থানায় ইমনকে আসামি করে একটি মামলা দায়ের করলে,কটিয়াদী মডেল থানা পুলিশ ইমন কে গ্রেফতার করে এবং ২৭ নভেম্বর তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।