sliderস্থানীয়

কটিয়াদীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ১৫৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয় । উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ জুলাই শনিবার উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী -পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কটিয়াদী পৌর মেয়র মোঃ শওকত ওসমান, সহকারি কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,মসুয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল হোসেন সহ কৃতি শিক্ষার্থীদের পক্ষে আশফাক হাবিব নাবিল,তাজবীহা তানজিম, মহুয়া প্রমুখ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সর্বমোট ১৫৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ।

Related Articles

Leave a Reply

Back to top button