রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৯ই আগস্ট উপজেলা প্রশাসনের আয়োজনে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিলন, কটিয়াদী পৌর মেয়র মোঃ শওকত ওসমান, কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোঃ কামরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়াউপজেলা প্রকৌশলী অনতু বল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাম্মেৎ রোকসানা আক্তার, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ ইসরাইল প্রমুখ।
প্রস্তুতি সভায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।