
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: “জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়”,এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ২৬ শে জানুয়ারি,রবিবার কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে। বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক কটিয়াদী পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, পৌর যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফুলু সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত বিজ্ঞান মেলায় ১২টি স্টলে বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুদিন ব্যাপী উক্ত মেলা ২৭শে জানুয়ারী সোমবার সমাপ্তি হবে।