sliderস্থানীয়

কটিয়াদীতে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১৫ অক্টোবর রবিবার কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচ পি ভি ঠিকাদান ক্যাম্পেইন ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাইনুর রহমান, একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মোহাইমিনুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জহিরুল ইসলাম।

উল্লেখ্য যে বাংলাদেশ সরকারের উদ্যোগে কটিয়াদী উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৫মশ্রেণী থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরতা ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ বছর থেকে ১৪বছর বয়সী পর্যন্ত কিশোরীদের বিনামূল্যে টিকা দানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২০২৭৭জন কিশোরীর।

Related Articles

Leave a Reply

Back to top button