রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে গাছ থেকে পড়ে মোহাম্মদ সবুজ (৪৫) নামে এক কাঠুরিয়া মৃত্যুবরণ করেন । সবুজ মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে। তিনি বৃহস্পতিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃতের আত্মীয়-স্বজনের নিকট থেকে জানা যায় সবুজ মিয়া গাছের ডাল পালা কেটেই জীবিকা নির্বাহ করতো। ১৪ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের কাচারির মোড়ে গাছের ডাল কাটার সময় সে হঠাৎ উঁচু ডাল থেকে পাকা রাস্তার উপর পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে বাড়ির লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরী ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মৃত্যুবরণ করেন। ১৫ নভেম্বর শুক্রবার জানাজা শেষে তাদের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।