রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের এক অভিযানে ৭ কেজি গাঁজা সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । বুধবার ২৬ জুলাই বিকেল পাঁচ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদি মডেল থানার এস আই মোহাম্মদ দুলাল মিয়া তার সহযোগী ফোর্সের সহায়তায় ৭ কেজি গাঁজা সহ কটিয়াদী উপজেলা ভূমি অফিসের পাকা রাস্তা থেকে গাজা বিক্রয় রত অবস্থায় চারজনকে গ্রেফতার করে।তাদের প্রত্যেকের নিজ নিজ হেফাজতে থাকা বাজারের ব্যাগের ভেতরে থাকা পলিথিনে মোড়ানো অবস্থায় উল্লেখিত গাজা গুলো ও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ আরমান মিয়া (২০)পিতা মোঃ রউফ মিয়া, ২। মোঃ হৃদয় মিয়া (২১)পিতা মোঃ আব্দুর রাজ্জাক ৩। মোঃ এরশাদ মিয়া (৩৬)পিতা মোঃ আতর মিয়া এবং ৪। সুজন মিয়া (৩৫)পিতা মোঃ ইন্তাজ মিয়া তারা সবাই ভৈরব উপজেলার কালিপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা ।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় তারা পরস্পর যুগ সাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা সহ আশপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলার রজু করা হয়েছে।